ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ পুনঃনির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
যবিপ্রবি ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ পুনঃনির্ধারণ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ও সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চ্যান্সেলর সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আগামী ৯ নভেম্বর বিভিন্ন বিষয়ের পরীক্ষা থাকায় যবিপ্রবির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ও সময় পুনঃনির্ধারণের এ সিদ্ধান্ত নেওয়া হলো।

 

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে ৯ নভেম্বর পরীক্ষা থাকলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে যবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। অর্থাৎ, পূর্ব ঘোষিত ৯ ও ১০ নভেম্বরই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিনের মধ্যে শুধু ইউনিটভিত্তিক সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

পুনঃনির্ধারিত পরীক্ষার সময়সূচি হচ্ছে, ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ই’ ইউনিট; দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ‘ডি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিট; বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘সি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্যাবলী অর্থাৎ কেন্দ্র, আসন এবং সময় যথাসময়ে মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।  

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যান, ভর্তি কমিটির সদস্য-সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।