ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিশুদের নিয়ে আইভীর ‘না সমাবেশ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
শিশুদের নিয়ে আইভীর ‘না সমাবেশ’ শিশুদের না সমাবেশ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীদের নানা দাবি ও স্বার্থ নিয়ে প্রচারণামূলক ‘না সমাবেশ’ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে শিশু স্বার্থ সংশ্লিষ্ট এই ‘না সমাবেশ'’ অনুষ্ঠিত হয়।

'পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতায় না, নিপীড়নমূলক শিক্ষায় না, ছুটির দিনে লেখাপড়া না, সহিংসতায় শিশুর ব্যবহার না, খেলার মাঠ ও শহীদ মিনার ব্যতীত বিদ্যালয় না, মাদক না, খাদ্যে ভেজাল না,'' এসব লেখাযুক্ত প্লাকার্ড সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বহন করছিলো।

খেলাঘর আয়োজিত ওই সমাবেশে শিক্ষার্থীদের এসব লেখা দেখিয়ে তাদের অভিভাবক ও উপস্থিত শিশুদের এসব দাবির ব্যাপারে সজাগ থাকতে বলেন আইভী।

আইভী বলেন, 'আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আমরা যেভাবে শেখাবো তারা সেভাবেই শিখবে। '’ শিশুদের হাতে বহন করা প্লাকার্ডের দাবিকে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে তিনি।

সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।