ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির চারুকলায় ভর্তি পরীক্ষা বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
রাবির চারুকলায় ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মাহজোট।

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক পার্থ সারথী রায় বলেন, ‘চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় সাম্প্রদায়িক প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।

এই প্রশ্নপ্রত্রে দু’টি ভুলও রয়েছে। ’

‘এ ধরনের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়েছে। এ কারণে ওই অনুষদের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি। ’ 

এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সজীব বৈদ্য, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, সিনিয়র যুগ্ম সম্পাদক সজল নাহা প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।