রোববার (৫ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এ আদেশ দেন।
এর আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই দুই শিক্ষার্থীকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল ইমরান মমতাসিম বিল্লাহকে ৩০ দিন ও আব্দুল্লাহ আল মামুনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমতাসিম বিল্লাহ (২৫) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন (২১)।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রথম দিনের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, শি্ক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পরীক্ষার্থী, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও জেলার বিভিন্ন সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অবশিষ্ট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (০৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১-১০৬৭৫০ পর্যন্ত, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬৭৫১-১১৩৫০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১১৩৫০১-১২০২৫০ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিট রোল নং ৩৫০০০১-৩৫৪৭০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৮ শিক্ষাবর্ষে ১৯৯৫ আসনের বিপরীতে এক লাখ এক হাজার ছয়শ’ ২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd/admission পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএটি