শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ধারাবাহিক ছিনতাই এবং শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলার ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীরা ‘ছিনতাই বন্ধ হোক’, ‘হামলাকারীদের বিচার চাই’ ইত্যাদি দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ছিনতাই বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।