শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে আলবেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা বোধ করায় ওষুধ নিতে মেডিকেল সেন্টারে আসে।
এসময় মেডিকেলের স্টোরে অধিকাংশ ওষুধ ড্যামেজ পেয়ে তারা স্টোর ও মেডিকেলের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। একই সঙ্গে স্টোর থেকে ড্যামেজ ওষুধ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে সঠিক কোনো উত্তর না পাওয়া পর্যন্ত তারা হলে ফিরবেন না বলে জানান। পরে প্রক্টরের আশ্বাসের ভিত্তিতে তারা হলে ফিরেছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শরিফ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের থামানোর করার চেষ্টা করছি। একই সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে জানিয়েছি। সকালে বিষয়টি নিয়ে মিটিং করে সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ