আগামী ১৮ নভেম্বর (শনিবার) ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ওই কেন্দ্রে হওয়ার কথা ছিলো। ওই কেন্দ্রের পরীক্ষাগুলো সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি কে আইডিয়াল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৯৫০টি সাদা উত্তরপত্র হারিয়ে যায়। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সদস্য ড. অলক কুমার সাহা ও মোহাম্মদ হোসেন। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জামা দিতে বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরএস/জিপি