গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩৯০ জন কমেছে। গত বছর পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪২ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৫৭ হাজার ৬৫২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৭ হাজার ৭৮৭ ও ছাত্রী ২৯ হাজার ৭৭৫ জন। সমাপনী পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ১ হাজার ৯৮৮ জন বেশি।
অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এএসসি) ৫ হাজার ৯০ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৯৬২ জন ও ছাত্রী ২ হাজার ১২৮ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রী ৮৩৪ জন কম।
জেলার ১৪২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৯ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআর