রোববার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি মেহরাব ইবনে নেওয়াজ।
আয়োজকরা জানান, ২২ নভেম্বর (বুধবার) থেকে ২৫ নভেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এর মধ্যে ২২ নভেম্বর জলের গানের কনসার্ট, ২৩ নভেম্বর নাটক মেরাজ ফকিরের মা, ২৪ নভেম্বর ঢাকার থিয়েটারের পরিবেশনায় নাটক মুক্তি এবং ২৫ নভেম্বর শিকড়ের পরিবেশনায় এই নদী শেষে।
এছাড়া উৎসবে মনিপুরী রাস নৃত্য এবং বেঙ্গল সংগীতালয়ের শিল্পীদের পরিবেশনাও থাকছে।
সাধারণ সম্পাদক রাকেশ কুমার মণ্ডল জানান, কনসার্টের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ১শ' টাকা এবং অন্যান্য 'শো' এর জন্যে ৫০ টাকা।
এর আগে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে শিকড়।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএটি