ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (sust.edu) প্রকাশ করা হয়েছে।

এছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মোবাইলে SUST<space>RESULT<space>EXAMROLLলিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।  

ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, ভর্তি কমিটির সভাপতি আবদুল গণি প্রমুখ।

এবারের ভর্তি পরীক্ষায় ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে ৫২২৭৯টি আবেদন জমা পড়ে।  

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করেছে ভর্তি কমিটি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।