রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেন।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি কারণ পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ছেড়ে জনকল্যাণমূলক সেবার মনোভাব নিয়ে শিক্ষায় অবদান রাখার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বিরাট এক সম্ভবনার খাত।
সমাবর্তনে ১১শ ৬২ জন গ্রাজুয়েটকে সনদ দেওয়া হয়। ৬ষ্ঠ সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, উপ-উপাচার্য ড. এনামুল হক খাঁন, ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক আহমেদসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এএ