সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতরের উপ পরিচালক গোলাম মর্ত্তুজা।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ১০টায় সিএসই একাডেমিক ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা।
এছাড়া দিবসটি উপলক্ষে 'আমার দেখা ডিজিটাল বাংলাদেশ' বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যাতে অংশ নিতে পারবেন রুয়েটের শিক্ষার্থীরা। ছাত্রকল্যাণ দফতরে মঙ্গলবার বিকেল ৪টায় পর্যন্ত এ রচনা জমা দেওয়া যাবে।
‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসএস/ওএইচ/