ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নানা কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নানা কর্মসূচি

রাজশাহী: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মঙ্গলবার (১২ ডিসেম্বর) পালিত হবে প্রথমবারের মতো ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ দিবস।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতরের উপ পরিচালক গোলাম মর্ত্তুজা।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ১০টায় সিএসই একাডেমিক ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা।

এর নেতৃত্ব দেবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হবে। এরপর সেখানে আয়োজন করা হবে ভিডিও প্রদশর্নীর।

এছাড়া দিবসটি উপলক্ষে 'আমার দেখা ডিজিটাল বাংলাদেশ' বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যাতে অংশ নিতে পারবেন রুয়েটের শিক্ষার্থীরা। ছাত্রকল্যাণ দফতরে মঙ্গলবার বিকেল ৪টায় পর‌্যন্ত এ রচনা জমা দেওয়া যাবে।

‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।