ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচনের আশাবাদ গণতান্ত্রিক ঐক্যের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ডাকসু নির্বাচনের আশাবাদ গণতান্ত্রিক ঐক্যের গণতান্ত্রিক ঐক্য পরিষদ এর সংবাদ সম্মেলন।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে গণতান্ত্রিক ঐক্য পরিষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থীরা ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন যুগ্ম-আহ্ববায়ক এস.এম. বাহালুল মজনুন চুন্নু। এরপর তিনি সংবাদ সম্মেলনে পরিষদের লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন।

ডাকসু নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সিনেট সদস্য নির্বাচিত হলে ডাকসু নির্বাচনের ব্যাপারে প্রচেষ্টা চালাবো। এটি আমাদের ৭টি নির্বাচনী প্রত্যয়ের একটি।

আগামী ৬, ১৩ ও ২০ জানুয়ারি দেশব্যাপী ৪৫টি ভোট কেন্দ্রে প্রায় ৪৪ হাজার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেটে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচিত হলে ২৫ জন প্রতিনিধি সিনেটে গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব করবেন। এবারের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ৮০ জন্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের ব্যানারে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, সাংবাদিক এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, এনার্জ প্যাক ইঞ্জি: লি: এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জনতা ব্যাংকের ফার্স্ট এজিএম এ. বি. এম. বদরুদ্দোজা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ এম. ইকবাল আর্সলান, রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন, ঢাবি’র অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি সিন্ডিকেট সদস্য এস. এম. বাহালুল মজনুন, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ (কবি মুহাম্মদ সামাদ), অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান, স্বাচিপ মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ নাসির উদ্দিন, কৃষি ব্যাংকের জিএম ড. মোঃ লিয়াকত হোসেন মোড়ল, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, নাট্য ব্যাক্তিত্ব রামেন্দু (কৃষ্ণ) মজুমদার, অধ্যাপক শরীফ আহমদ সাদী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রার্থী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।