মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত শিক্ষাবর্ষে মানবিক, আইন, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহে ৩ হাজার ২শ’ টাকা থেকে ৫ হাজার ৭শ’ টাকার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যেত। তবে এ বছর মানবিক ও আইন অনুষদভুক্ত বিভাগ সমূহে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ১১ হাজার ৮১৫ টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগ সমূহে ১২ হাজার ৪১৫ টাকা এবং বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহে ১৩ হাজার ৩১৫ টাকা লাগবে।
এর আগে বর্ধিত ফির বৃদ্ধির প্রতিবাদে ১০ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার একই প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরবি/