ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি প্রাণ রসায়ন বিভাগের ৬০ বছর পূর্তি শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ঢাবি প্রাণ রসায়ন বিভাগের ৬০ বছর পূর্তি শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান ২৩ ডিসেম্বর (শনিবার) শুরু হবে।

মঙ্গলবার (১৯ ডিসম্বের) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দুইদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সায়েদুল ইসলামকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. শামিমা নাসরীন শাহেদকে সাধারণ সম্পাদক করে ৬০ বছর পূর্তি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরাসহ সংশ্লিষ্ট সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।