ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রাইভেট) অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২০১৬ সালের মাস্টার্স (প্রাইভেট) অনলাইন রেজেস্ট্রেশনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

ওইদিন রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) Master’s (Private) অপশনের  Admission Circular Link থেকে জানা যাবে।

অপর একটি বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি জানানো হয়েছে।

এতে জানানো হয়, দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ২১ ডিসেম্বরের পরীক্ষা ২৩ ডিসেম্বর এবং ২৩ ডিসেম্বরের পরীক্ষা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।