বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে।
গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।
ওইদিন জেএসসি ও জেডিসি পরীক্ষারও ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএ/