ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে শীর্ষে বরিশাল বিভাগ, প্রথম গোপালগঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
প্রাথমিকে শীর্ষে বরিশাল বিভাগ, প্রথম গোপালগঞ্জ

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাত বিভাগের মধ্যে পাসের হার বিবেচনায় শীর্ষে রয়েছে বরিশাল। এ বিভাগের ৯৬ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সিলেট বিভাগে পাসের হার সর্বনিন্ম। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ।
 

এদিকে জেলা বিবেচনায় প্রথম হয়েছে গোপালগঞ্জ। এ জেলায় পাস করেছে ৯৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।

৬৪ জেলার মধ্যে ৮৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় ঝালকাঠি এবং ৫০৮ উপজেলার মধ্যে ৭১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর জেলার কেশবপুর উপজেলা রয়েছে সবার নিচে।
 
অন্যদিকে স্কুল বিবেচনায় সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার সবচেয়ে বেশি, ৯৯ দশমিক ৮৬ শতাংশ। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের  ৯৯ দশমিক ২৪ শতাংশ, ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের ৯৮ দশমিক ৩২ শতাংশ, উচ্চ বিদ্যালয়ের সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ দশমিক ১০ শতাংশ, কিন্ডারগার্টেন’র ৯৮ দশমিক ০৬ শতাংশ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৭ দশমিক ৪৩ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ দশমিক ৭৬ শতাংশ, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৫ দশমিক ৪৫ শতাংশ পাস করেছে।  

এছাড়া ১৫০০ বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বিদ্যালয়ের  ৯৪ দশমিক ৫১ শতাংশ, নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৯২ দশমিক ৪১ শতাংশ, নন রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ দশমিক ৮৪ শতাংশ, অস্থায়ী/অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ দশমিক ৫০ শতাংশ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ দশমিক ৩৩ শতাংশ, এনজিও পরিচালিত বিদ্যালয়ের ৮৬ দশমিক ৫২ শতাংশ, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ দশমিক ৪৫ শতাংশ এবং আনন্দ স্কুলের ৭৭ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।