এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৭৯৬ এবং ছেলে ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরার এ ফলাফল ঘোষণা করেন। গতবার (২০১৬ সাল) এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৭.৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ২৬ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাস করেছিল দুই লাখ ২১ হাজার ৬১৭ জন। পরীক্ষায় ছেলেদের মধ্যে অংশ নেয় এক লাখ ১১ হাজার ৮০৬ জন। পাস করে এক লাখ আট হাজার ৯২৮ জন। মেয়েদের মধ্যে পরীক্ষায় এক লাখ ১৫ হাজার ৮৬ জন অংশ নিয়ে পাস করে এক লাখ ১২ হাজার ৬৮৯ জন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএস/এসএইচ