ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসিতে বেশি ভালো করেছে ছাত্রীরা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
জেএসসি-জেডিসিতে বেশি ভালো করেছে ছাত্রীরা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিভিন্ন সূচকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি ভালো করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

এ বছর ছাত্র পাসের হার ৮৩.৫৬ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৮৩.৭৩ শতাংশ।

ছাত্রের তুলনায় ছাত্রী পাসের হার শূন্য দশমিক ১৭ শতাংশ বেশি।

ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ হাজার ৮৯৮ জন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৭৩০ জন। ছাত্রের তুলনায় ২৯ হাজার ৮৩২ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।  

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১১ লাখ ১২ হাজার ২২ জন ছাত্র এবং ১২ লাখ ৯১ হাজার ৬৮৯ জন ছাত্রী। ছাত্রের তুলনায় ১ লাখ ৭০ হাজার ৬৬৭ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

এ বছর ৯ লাখ ৩৬ হাজার ৭৩৩ জন ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাস করেছে ১০ লাখ ৮১ হাজার ৫৩৮ জন।  

ছাত্রের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৮০৫ জন ছাত্রী বেশি পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ‍ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।