প্রাথমিকে সবার শীর্ষে থাকা পিরোজপুর জেলার মোট পাসের হার ৯৮ দশমিক ২৮ শতাংশ। আর গত বছর ছিলো ৯৯ দশমিক ৪৩ শতাংশ।
এরপরের স্থানে থাকা বরগুনা পাসের হার ৯৮ দশমিক ১০, তৃতীয় স্থানে থাকা বরিশালের পাসের হার ৯৭ দশমিক ১৭, ভোলার পাসের হার ৯৬ দশমিক ৭২, পটুয়াখালীর পাসের হার ৯৪ দশমিক ৮২ এবং সর্বশেষ ঝালকাঠিতে ৮৭ দশমিক ৮৮।
প্রাথমিকে মোট তালিকাভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৬৭ হাজার ৬৭৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ১৭২ জন। যার মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪৭ জন। যার মধ্যে ছেলে ৩ হাজার ৫০৯ এবং মেয়ে ৫ হাজার ৪৩৮ জন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/এসএইচ