ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিভাগে প্রাথমিকে এবারও শীর্ষে পিরোজপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বরিশাল বিভাগে প্রাথমিকে এবারও শীর্ষে পিরোজপুর

পিরোজপুর: প্রাথমিক শিক্ষা সমাপনী (জেএসসি) পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে এবারেও সবার শীর্ষে পিরোজপুর জেলা।

প্রাথমিকে সবার শীর্ষে থাকা পিরোজপুর জেলার মোট পাসের হার ৯৮ দশমিক ২৮ শতাংশ। আর গত বছর ছিলো ৯৯ দশমিক ৪৩ শতাংশ।



এরপরের স্থানে থাকা বরগুনা পাসের হার ৯৮ দশমিক ১০, তৃতীয় স্থানে থাকা বরিশালের পাসের হার ৯৭ দশমিক ১৭, ভোলার পাসের হার ৯৬ দশমিক ৭২, পটুয়াখালীর পাসের হার ৯৪ দশমিক ৮২ এবং সর্বশেষ ঝালকাঠিতে ৮৭ দশমিক ৮৮।
 
প্রাথমিকে মোট তালিকাভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো  ১ লাখ ৬৭ হাজার ৬৭৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ১৭২ জন। যার মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪৭ জন। যার মধ্যে ছেলে ৩ হাজার ৫০৯ এবং মেয়ে ৫ হাজার ৪৩৮ জন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।