বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন এ অবস্থান নিয়ে এ কার্যক্রম চালাচ্ছেন তিনি।
ওয়ালিদ আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ২০১১-১২ সেশনের সান্ধ্যকালীন কোর্সের মাস্টার্সের ছাত্র ছিলেন।
ওয়ালিদ আশরাফ বাংলানিউজকে বলেন, ভিসি স্যার আশ্বাসে ডাকসু নির্বাচনের ব্যাপারে কোনো অগ্রগতি দেখছিনা। ইতোমধ্যে আমি ডাকসু নিয়ে লেখালেখি শুরু করেছি। আগামী দুয়েক দিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ নেয়া না হয়, তাহলে আবার অনশন করবো। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাকসু নির্বাচনের কথা বলছেন শিক্ষার্থীদের।
ডাকসু নির্বাচনের দাবিতে গত ২৫ নভেম্বর অনশনে বসেন ওয়ালিদ আশরাফ। এই সময়ে তিনি শুধু পানি আর স্যালাইন নিয়ে বেঁচে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তিনবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৯ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে পানি ও কলা দিয়ে ওয়ালিদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্য ডাকসু নির্বাচনের উদ্যোগ নেবেন বলে এ সময় তাকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসকেবি/জিপি