ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি প্রক্টরের কুশপুতুল দাহ নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ঢাবি প্রক্টরের কুশপুতুল দাহ নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ঢাবি প্রক্টরের কুশপুতুল দাহ। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কুশপুতুল দাহ করেছে ‘বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা’।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এ কুশপুত্তলিকা দাহ করা হয়।  

এরআগে তারা টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে মিলিত হয়। এতে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

অধিভূক্তি বাতিলের আন্দোলনে ছাত্রীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের নিপীড়নের বিচার চেয়ে এ কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।