ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

র‌্যাগিং বন্ধে রাবি প্রশাসনের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
র‌্যাগিং বন্ধে রাবি প্রশাসনের নির্দেশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এ ধরনের কার্যকলাপে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাগিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের র‌্যাগিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কেউ র‌্যাগিং করলে কিংবা র‌্যাগিংয়ে উদ্বুদ্ধ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, নবাগত শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সেগুলো প্রশাসন খতিয়ে দেখে র‌্যাগিং বন্ধে নির্দেশ দিয়েছে।  

এর আগে, গত ২৬ জানুয়ারি ক্রপ সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয়ে ক্যাম্পাস ছাড়েন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষি অনুষদ ভবনে দফায় দফায় মিছিল বের করে। এক পর্যায়ে তারা এসএম আল আমিন হৃদয় নামে এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে পুলিশে দেয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।