ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিষয়ক সেমিনার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
জাবিতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিষয়ক সেমিনার সেমিনার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানীর ‘বাংলাদেশ-ভারত ছিটমহল: অবরুদ্ধ ৬৮ বছর’ নামে গ্রন্থের পর্যালোচনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) কলা ও মানবিকী অনুষদের এমআর মল্লিক লেকচার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে আলোচক হিসেবে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কলামিস্ট মিজানুর রহমান খান ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন।

সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক আরিফা
সুলতানা।

সেমিনারে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক মীর ফেরদৌস হোসেন, লুৎফুল এলাহী, আনিছা পারভিন জলী, পিংকি সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।