ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কচুয়ায় শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
কচুয়ায় শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাখাওয়াত হোসেন নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল রাখার অভিযোগে ওই কেন্দ্রে দায়িত্ব থেকে আব্দুল মতিন দেওয়ান, সাজেদা আক্তার ও রফিকুল ইসলাম নামে তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

অপরদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে আলমগীর হোসেন নামে এক যুবক নকল সরবরাহের চেষ্টার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

কচুয়া সাচার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব বটু কৃষ্ণ বসু বহিষ্কার, অব্যাহতি ও যুবকের জরিমানার বিষয়ে বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।