ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কার: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কার: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ কোটা সংস্কারের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: কোটা প্রথা সংস্কারের দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস র্বজন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

পরে শিক্ষার্থীরা পুলিশের বেরিকেড উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে বাঁশ, ব্লক ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।

এসময় দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

মহাসড়ক অবরোধ করার ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ