শনিবার (১৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিক্ষার্থীরা। এতে কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের ছবি তুলে ধরার পাশাপাশি এ ঘটনার বিচারও চেয়েছেন তারা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের মাস্টার্সের ছাত্রী অরণী বাংলানিউজকে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এ আয়োজন করেছি। বর্তমানে ক্যাম্পাসে আমরা নিরাপদ নই। পুলিশ কেন আমাদের ক্যাম্পাসে এসে হামলা করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হামলা করার অধিকার নাই তাদের।
আলোকচিত্রগুলো দেখতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হাসান সোহাগ বলেন, এ ছবিগুলো একদিন ইতিহাস হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এসকেবি/আরবি/