ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় হবিগঞ্জে বহিষ্কার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ১১, ২০১৮
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় হবিগঞ্জে বহিষ্কার ৩

হবিগঞ্জ: হবিগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১১ মে) হবিগঞ্জের তিনটি কেন্দ্র থেকে নকলসহ হাতেনাতে ধরে তাদের সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। এদের একজনকে বহিষ্কারের পাশাপাশি ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা এ দণ্ড দেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল বাংলানিউজকে বলেন, হবিগঞ্জ জেলার ২৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন  ১৬ হাজার ৫শ ৭ জন। তাদের মাঝে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।  

এর মধ্যে সরকারি বৃন্দাবন কলেজে একজন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় একজন এবং হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন বলেও জানান তিনি।

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, নিয়োগ পরীক্ষায় এ ধরণের নকলের প্রচেষ্টা বিস্ময়কর। তার কলেজে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের জন্য অনেক চেষ্টা করলেও পরীক্ষা গ্রহণকারী কর্মকর্তার শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করেন।  

যারা নকল করে চাকরি নেয়, জাতি তাদের কাছ থেকে কি আশা করতে পারে?— অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।