বুধবার (২৩ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশনের সময় ২৩ মে পর্যন্ত।
পরে এর অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৪ জুন পর্যন্ত। এতে আবেদনকারীদের প্রাথমিক বিষয়াদি যাচাই করা হবে এবং তাদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা যাবেন পরবর্তী রাউন্ডে। তবে এ প্রতিযোগিতায় শুধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরই অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে, নির্বাচিত প্রতিযোগীরা রাউন্ডগুলো যাতে আরও সহজে পার করতে পারেন সেক্ষেত্রে ২৪ জুন তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা রয়েছে। এছাড়াও কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে প্রতিযোগিতাটিকে।
বিভিন্ন সংকটের সময় কিভাবে ম্যানেজমেন্ট টিম সেটি দূরীকরণে ভূমিকা রাখতে পারে এই উপজীব্য বিষয় নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম’কে মিডিয়া পার্টনার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
টিএ