ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাষ্ট্রপতি বাকৃবি যাচ্ছেন ২২ জুলাই

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
রাষ্ট্রপতি বাকৃবি যাচ্ছেন ২২ জুলাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ফটো

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর উদযাপন ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন ১৯ জুলাইয়ের পরিবর্তে ২২ জুলাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১১ জুলাই) তথ্য ও প্রচার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন বাংলানিউজকে বলেন, চিকিৎসার কারণে রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

এদিকে, বাকৃবির ৫৭ বছর উদযাপন অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৬ জুলাই পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।