সোমবার (১৬ জুলাই) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নিয়োগ পরীক্ষা হয়।
একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালকের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, রোববার (১৫ জুলাই) ইংরেজি বিভগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলের নিয়োগ বাণিজ্য সম্পর্কিত চারটি অডিও ক্লিপস ফাঁস হয়। অডিও ক্লিপসে শোনা যায়, ফারজানা ও তার স্বামী শাহরিয়ার আল মামুনের সঙ্গে ওই দুই শিক্ষকের ইতিহাস বিভাগে নিয়োগের বিনিময়ে ২০ লাখ টাকার চুক্তি হয়। পরে চুক্তি অনুযায়ী ফারজানাকে চাকরি না দিতে পারায় তার টাকা ফেরত দেন অভিযুক্ত দুই শিক্ষক। অভিযোগের সত্যতা যাচাইয়ে রোববারই তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এসআই