অথচ গতবছর ৭৫ দশমিক ৫৭ শতাংশ পাশের হার নিয়ে সর্বোচ্চ অবস্থানে ছিল জেলাটি।
এর বাহিরে বোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে ৭৩ দশমিক ৮৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি।
এদিকে, পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় জিপিএ-৫ এর সংখ্যা ৪২৩টি। তবে সবচেয়ে কম ২১টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি। যার মধ্যে ছেলে সাত ও মেয়েরা ১৪টি পেয়েছে।
বরিশাল জেলায় ২২ হাজার ৯৫৯ জনের মধ্যে ২২ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ১৭ হাজার ১৫৪ জন পাস করেন। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ২০৬টি এবং ছেলেরা ২১৭টি।
আর পটুয়াখালী জেলায় ১১ হাজার ২৮৩ জনের মধ্যে ১১ হাজার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ছয় হাজার ৭৪৯ জন পাস করেন। জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ২৯টি এবং ছেলেরা ১৪টি।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএস/টিএ