বৃহস্পতিবার (১৯ জুলাই) রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল আলাম ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী।
এ বিষয়ে রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তাকে হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় হলো।
৩ জুলাই (মঙ্গলবার) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নজরুল হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ তুলে মোহাম্মদ আকবর হোসেনের অপসারণ চেয়ে একটি লিখিত অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআরএস