জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর এবার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারে তাদের সন্তান রাখার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষার্থীরা ছুটির দিন ছাড়া অন্যান্য দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের সন্তানদের ডে-কেয়ার সেন্টারে রাখতে পারবেন।
ডে-কেয়ার সেন্টারে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুল সুবিধাসহ সব ধরনের অত্যাধুনিক সুবিধা থাকবে।
১ বছর থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য মাসিক দুই হাজার পাঁচশ’ টাকা এবং ২ বছর থেকে ৫ বছরের শিশুদের জন্য মাসিক এক হাজার পাঁচশ’ টাকা সার্ভিজ চার্জ দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
কেডি/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।