ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা  শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা/ছবি: বাদল

ঢাকা: দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন তারা।

বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী হাসান হাসিব ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

শুক্রবার (৩ আগস্ট) বেলা ১১ টায় ফের শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি। এসময় সবাইকে স্কুল ড্রেস ও আইডি কার্ড সঙ্গে আনার আহ্বান জানান।

কুর্মিটোলা সংলগ্ন বিমানবন্দর সড়কে রমউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এ শহরজুড়ে এ কর্মর্সূচি চলছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসকেবি/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।