সোমবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌসুমী মৌ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, ৫ আগস্ট রাত ১০টার দিকে মৌসুমী মৌ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ছাত্রলীগকে কটূক্তি করে পোস্ট দেন। সেটি ভাইরাল হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পোস্টের স্ক্রিনশট রাখেন। পরে ওই স্ক্রিনশট নিয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে যান। ওই সময় তারা ওই ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করেন। এর কিছুক্ষণ পর ওই স্ক্রিনশট নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে যান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী নিউজিল্যান্ডে অবস্থান করায় ছাত্রলীগ নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের কাছে ওই ছাত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন।
ছাত্রলীগের অভিযোগের ভিত্তিতে মৌসুমী মৌকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
কমিটির অন্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহছানুল হক আম্বিয়া ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এম আব্দুর রহিম।
এদিকে ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ করেছে ছাত্রলীগ।
সোমবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বাদী হয়ে মানহানি ও আইসিটি আইনে পৃথক দু’টি অভিযোগ করেন। ছাত্রলীগের দেওয়া অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
এসআই