মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে এদিন সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বাংলানিউজকে বলেন, অধ্যাপক মুজাম্মিল হক অসাধারণ শিক্ষক ছিলেন। তিনি ক্লাস ও ছাত্রদের নিয়ে ব্যস্ত থাকতেন। বর্তমানে তার মতো আদর্শবান শিক্ষক দরকার। প্রবীণ অধ্যাপকের মৃত্যুতে বিভাগ শূন্যতা অনুভব করবে।
বুধবার (২২ আগস্ট) ঈদের নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামে দ্বিতীয় জানাজার পর তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসকেবি/এএটি