তিনি বলেন, কবি নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও দ্রোহের কবি। তার দর্শন ছিল অসাম্প্রদায়িক।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কবির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপাচার্য এ আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমএএএম/ওএইচ/