মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ইতোমধ্যেই অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন।
ঈদের ছুটি শেষের অন্তত দু’দিন আগে থেকে আবাসিক হলগুলো খোলা রাখা উচিত বলে মনে করেন কৃষি অনুষদের শিক্ষার্থী জাহিদ হাসান।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে রোববার (১৯ আগস্ট) থেকে সোমবার (২৭ আগস্ট) পর্যন্ত সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার (২৮ আগস্ট) থেকে নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে।
আবাসিক হল সমূহের বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, রোববার (১৯ আগস্ট) সকাল ১০টার মধ্যে আবাসিক হলগুলোর সব কক্ষ সিলগালা করে দেওয়া হয়। সোমবার (২৭ আগস্ট) সকাল ১০টার পর হলগুলো খুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস