রোববার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপাচার্য বাসভবন ঘেরাও করে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস নেন উপাচার্য।
পরে ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেক শেখ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত দেড়টার দিকে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে ছয় জন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।
এসময় শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাসে অবস্থান না করে মাঝে মধ্যে ক্যাম্পাসে এসে গভীর রাত পর্যন্ত ক্লাস নেওয়ার অভিযোগ তুলে উপাচার্য বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ বাংলানিউজকে বলেন, উপাচার্য স্যার প্রায় সময়ই গভীর রাতে ক্লাস নেন। এমন অবস্থায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় পরে বিভিন্ন সময় নানান দুর্ঘটনার শিকার হচ্ছে। এটা মানা যায় না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফরিদ উল ইসলাম বাংলানিউজকে বলেন, পরিস্থিতি শান্ত হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিরা উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছেন।
পরে রাত আড়াইটার দিকে উপাচার্য শিক্ষার্থীরা না চাইলে রাতে ক্লাস না নেওয়ার ঘোষণার পর অবরোধ তুলে নেন।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জিপি