শনিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে রাখা বক্তব্যের সময় আবেগতাড়িত হয়ে কথাগুলো বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত বলেন, জীবনে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, কোনো কোনো বিচ্যুতি সংশোধনের সুযোগও হয়তো পেয়েছি।
সম্প্রতি অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। জীবনের শেষ বাজেট এবছর দিয়েছেন তিনি। একাধারে ১০টি বাজেট ঘোষণার রেকর্ড নিয়ে তিনি অবসরে যেতে চলেছেন।
মুহিত বলেন, আমি আবুল মাল আবদুল মুহিত, কিছু কিছু ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবো। জীবনের বাকি সময়েই যেন আরও কিছু ‘মুহিত’কে আমি দেখে যেতে পারি সেই প্রত্যাশা করছি।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষিত মানুষ তৈরির কাজ করছে। মানুষকে শিক্ষিত করা গেলে দেশ এমনিতেই উন্নতির পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ৩ হাজার ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তিপত্র দেওয়া হয়। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এজেড/এনএইচটি