ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার গুণগত মান বাড়াতে উপাচার্যদের তাগিদ  

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
শিক্ষার গুণগত মান বাড়াতে উপাচার্যদের তাগিদ   কর্মশালায় বক্তব্য রাখছেন শিক্ষকরা

সিলেট (শাবিপ্রবি): শিক্ষার গুণগত মান বাড়াতে গুরুত্বারোপ করলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। রোববার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার মান বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় তারা এ গুরুত্বারোপ করেন। 

‘বাংলাদেশের জাতীয় গুণগত মান কাঠামো’ শীর্ষক এ কর্মশালার যৌথ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিট (কিউএইউ), শাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

সম্মেলনে সিলেট-কুমিল্লা অঞ্চলের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

 

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাস্যুরেন্সের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান কবীর চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।