ঢাবি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন-ছবি-বাংলানিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের জন্য সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফরম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধন থেকে এই সময় বেঁধে দেওয়া হয়।
মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা রয়েছে।
প্রশ্নফাঁসের ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই৷ সুতরাং যেহেতু প্রশ্নফাঁস হয়েছে, তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষা বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচি দেব৷
মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্মৃতি চিরন্তন চত্বর থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে হয়ে আবারও রাজু ভাস্কর্যে ফিরে আসে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসকেবি/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।