ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভোটের কারণে এগিয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ভোটের কারণে এগিয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

আগামী ১১-১৮ ডিসেম্বর প্রাথমিক স্কুলে বার্ষিক পরীক্ষার সূচি থাকলেও ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এ আদেশ জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষা কর্মকর্তাদের আদেশের কপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন সচিব বৃহস্পতিবার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।