শুক্রবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ পুনর্মিলনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ব্যাচ যেন একই আত্মার বন্ধনে বাঁধা।
এসময় তিনি ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের শুভকামনা জানান।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ, বিকেল তিনটায় একই স্থানে ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মাননা ও আলোচনা পর্ব, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামকে সম্মাননা জানানো হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় রয়েছে কনসার্ট।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএ