ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ১ম বর্ষে ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা ১৮ নভেম্বর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
জাবিতে ১ম বর্ষে ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা ১৮ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৮, ১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৮, ১৯, ২০ ও ২২ নভেম্বর শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা যারা দিতে পারবে তাদের তালিকা ও বিস্তারিত সূচি দ্রুত প্রকাশ করা হবে।

অনুষদগুলোর ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকদের অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।