ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সময় বাড়লো কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির নিবন্ধনের 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
সময় বাড়লো কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির নিবন্ধনের 

রাজশাহী: দেশের প্রাচীন বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯০ বর্ষপূর্তিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়ানো করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, ১৫ নভেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম। 

উদযাপন কমিটির আহ্বায়ক রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, ১৯০ বর্ষপূর্তির রেজিস্ট্রেশন করা কলেজিয়েটিয়ানের সংখ্যা ইতোমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে। তবে এখনও অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি।

 

‘তাদের কথা বিবেচনায় নিয়ে ও বর্ষপূর্তির মিলন মেলায় যোগদানের সুযোগ করে দিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’


এর আগে ৩১ অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওইদিন এক সভায় সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশনের জন্য আরও ১৫দিন বাড়ানোর।  

এদিকে শুক্রবার ছাড়া অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থিত উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য অন-লাইন (www.rcs.edu.bd/190) কার্যক্রমও খোলা থাকছে।  

উল্লেখ্য, ডিসেম্বরে বিদ্যালয়ের ১৯০ বর্ষপূর্তির মূল অনুষ্ঠান হবে।   

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।