ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

ববি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুরশীদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
ববি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুরশীদ মুরশীদ আবেদীন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন ও সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রশিক্ষক কেন্দ্রের সহকারী পরিচালক আতিকুর রহমান।

সোমবার (৩ ডিসেম্বর) ববির অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার বাহাদুর আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এছাড়া কমিটিতে দিদার হোসেন খান সহ-সভাপতি, আসিফ উদ্দিন খান সহ-সাধারণ সম্পাদক, সহিদুল ইসলাম কোষাধ্যক্ষ, মুহাম্মদ জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম তালুকদার প্রচার-সম্পাদক, জসিম উদ্দিন দফতর সম্পাদক, মো. উম্মাতুল ইসলাম সিয়াম সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, চিত্রা দেবী মণ্ডল নারী বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন যথাক্রমে সাযযাদ উল্লাহ মো. ফয়সাল, মিজানুর রহমান এবং মধুসূদন হালদার।

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো গত ২৬ নভেম্বর। ওইদিন আবেদীন-আতিক প্যানেলের ১৩জন বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন। পরদিন ২৭ নভেম্বর প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ২৮ নভেম্বর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ৬ ডিসেম্বর ভোটগ্রহণের আগের নির্ধারিত দিন হলেও প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আবেদীন-আতিক পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলা‌দেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।