এর মাধ্যমে একজন শিক্ষার্থী যখন ইচ্ছা তখন শিখতে পারবে। অল্পসময়েই আয়ত্ত করতে পারবে পুরো বই।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সাজিদা রহমান ড্যানি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল এডুকেশনের দেখানোর পথ ধরেই ‘সনদ’ ডিজিটাল স্টাডি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সনদ-এর ডিজিটাল কন্টেন্ট একটা স্কুলকে করতে পারে সমৃদ্ধশালী, দিতে পারে মানসম্পন্ন শিক্ষা। শহর এবং প্রত্যন্ত অঞ্চলেও।
তিনি জানান, তথ্য-প্রযুক্তির এই যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, সনদ আমাদের দেশে চালু করেছে অনলাইন ভিত্তিক শিক্ষার ওয়েবসাইট www.digitalstudyroom.com। সৃজনশীল পদ্ধতির সঠিক ব্যবহার এবং পড়ালেখাকে সহজ ও উপভোগ্যভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। এখানে বাংলাদেশের সিলেবাস অনুযায়ী প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়, স্পোকেন ইংলিশ, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়য়াদির ওপর ৮ হাজারের বেশি ভিডিও পাঠ সংযুক্ত করা হয়েছে।
সনদ-এর ফাউন্ডার অ্যান্ড সিইও সাইদুজ্জামান শামীম জানান, এই পদ্ধতিতে খরচ খুবই কম। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ হবে। তারা নিজেরাই নিজেদের পড়া তৈরি করতে শিখবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএইচ/এমজেএফ